২১-১০-২৪ইং
পলাশবাড়ী প্রেসক্লাবের ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ হলো
পলাশবাড়ী প্রেসক্লাবের ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
গাইবান্ধার ঐতিহ্যবাহী পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার(২১ অক্টোবর, ২৪) বেলা ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এরপর শুরু হয় গণনা। প্রায় ১ ঘন্টা গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন অনুষ্ঠানে গঠিত নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকার এবং সাংগাঠনিক সম্পাদক পদে মোহাম্মাদ আব্দুল মতিন।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আশরাফুজজামান সরকার, সহ সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান স্বপন, দপ্তর সপাদক মিলন মন্ডল, প্রচার প্রকাশনা সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে বিদুষ রায়, ধর্মীয় সম্পাদক পদে আশরাফুজ্জামান শাহীন, অর্থ সম্পাদক পদে হামিদুল হক মন্ডল ও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান লাভলু এবং আবেদুর রহমান সবুজ।
