নারায়ণগঞ্জে কালিরবাজারের আগুন নিয়ন্ত্রণে, ৩০ দোকান ভস্মীভূত

 ০৭-১০-২৪ ইং

নারায়ণগঞ্জেলিরবাজারের আগুন নিয়ন্ত্রণে, ৩০ দোকান ভস্মীভূত


নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে আগুন লেগে ৩০ টি দোকান ভস্মীভূত হয়েছে। 

রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগে। এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

কালিরবাজারের গৌরাঙ্গ স্টোরের মালিক শুভ সরকার জানান, সোয়া এগারোটার দিকে দোকান বন্ধ করে ফিরছিলেন। কালিরবাজারের মোড়ে দীপা সুইটের সামনে যেতেই পেছনে আগুন আগুন চিৎকার শুনতে পান। দৌড়ে গিয়ে দেখতে পান কালিরবাজারের কসাই পট্টির পাশে তার মুদি দোকানসহ আরও ত্রিশটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ১০-১৫ তলা উঁচু হয়ে আগুন জ্বলতে থাকে। সাথে সাথেই এলাকাবাসী ও পাশের ভবনের বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানো শুরু করে। তারা রাত সাড়ে বারোটায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


পুড়ে যাওয়া দোকানের একটির ভাড়াটিয়া রামু দাস। তিনি পুরনো জুতা বিক্রি করেন। তিনি জানান, ৫০ হাজার টাকার জুতা পুড়ে গেছে তার। তার আশে পাশের দোকানগুলোতে সয়াবিন, কেরোসিন তেল, হোগলা, পাটিসহ নানা দাহ্য জিনিসপত্র ছিলো। তাই আগুন দ্রুত ছড়িয়ে যায়।

 

রাত একটার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 




Post a Comment

Previous Post Next Post